সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ শনাক্ত করার উপায়
সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ শনাক্ত করার উপায়
কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত তা জানতে হলে দ্রবণটিতে আরো কিছুটা দ্রাব যোগ করে ভালো করে নাড়াতে হয় ।
( i ) যদি এই অতিরিক্ত দ্রাব আংশিক বা সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে দ্রবণের ঘনত্ব বাড়ায় তাহলে বোঝা যায় যে ওই উষ্ণতায় দ্রবণটি অসম্পৃক্ত ।
( ii ) যদি এই অতিরিক্ত দ্রাব একটুও দ্রবীভূত না হয় এবং দ্রবণটির ঘনত্ব একই থাকে তাহলে বোঝা যায় যে ওই উষ্ণতায় দ্রবণটি সম্পৃক্ত ।
( iii ) যদি অতিরিক্ত দ্রাব যোগ করার পর দ্রাব দ্রবণে দ্রবীভূত হয় না বরং আরো কিছু দ্রাব দ্রবণ থেকে আলাদা হয়ে পড়ে এবং দ্রবণটির ঘনত্ব কমে যায় । তাহলে বোঝা যায় যে ওই উষ্ণতায় দ্রবণটি অতিপৃক্ত ।