ভৌত বিজ্ঞান

অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে

অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে

কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও দ্রাব দ্রবীভূত করা যায় অর্থাৎ কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে তা অপেক্ষা কম পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকলে যে দ্রবণ উৎপন্ন হয় , ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলা হয় । ওই দ্রবণে আরও দ্রাব দ্রবীভূত হবে ।

অসম্পৃক্ত দ্রবণ এর উদাহরণ :

ঘরের উষ্ণতায় এক গ্লাস জলে এক চামচ চিনি দ্রবীভূত করে যে দ্রবণ পাওয়া যায় তা অসম্পৃক্ত দ্রবণ । কারণ এই দ্রবণে আরো চিনি যোগ করলে তা দ্রবীভূত হয়ে যায় । অসম্পৃক্ত দ্রবণে দ্রাবের পরিমাণ অপেক্ষাকৃত কম হলে তাকে লঘু দ্রবণ এবং দ্রাবের পরিমাণ অপেক্ষাকৃত বেশি হলে তাকে ঘন দ্রবণ বলে ।

error: Content is protected !!