জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন
জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন
জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় । জল একটি অজৈব দ্রাবক । কারণ 一
■ অধিকাংশ কঠিন , তরল এবং গ্যাসীয় পদার্থ জলে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করতে পারে ।
■ প্রকৃতিতে অফুরন্ত পরিমাণে জল পাওয়া যায় ।
■ পরীক্ষাগারে জলকে সহজে এবং নিরাপদে ব্যবহার করা যায় ।
■ 0°C থেকে 100°C পর্যন্ত জল তরল অবস্থায় থাকে । এইসব কারণে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় ।