ভৌত বিজ্ঞান

উদত্যাগী পদার্থ কাকে বলে

উদত্যাগী পদার্থ কাকে বলে

কোনো কোনো সোদক কেলাসকে সাধারণ উষ্ণতায় খোলা বাতাসে রেখে দিলে ওর কেলাস জল সম্পূর্ণ বা আংশিকভাবে বেরিয়ে যায় , ফলে কেলাসটি অনিয়তাকার চূর্ণ পদার্থে পরিণত হয় । এই রকম কেলাসকে উদত্যাগী কেলাস বলে এবং প্রক্রিয়াটিকে উদত্যাগ ( efflorescence ) বলে ।

উদাহরণ — সোডিয়াম কার্বনেট ( Na2CO3 , 10H2O ) , ফেরাস সালফেট ( FeSO4 , 7H2O ) প্রভৃতি হল উদত্যাগী পদার্থ । 

সোডিয়াম কার্বনেটের স্বচ্ছ কেলাসকে খোলা বাতাসে রেখে দিলে এর 10 টি জল অণুর মধ্যে 9 টি বাষ্পীভূত হয়ে যায় এবং এটি সাদা পাউডারে পরিণত হয় । 

Na2CO3,10H2O ⟶ Na2CO3 , H2O + 9H2O ↑ 

সাধারণ উষ্ণতায় এই জাতীয় কেলাসের কেলাস জলের বাষ্পচাপ বায়ুর জলীয় বাষ্পের চাপের চেয়ে বেশি হয় । ফলে কেলাস জল বাষ্পীভূত হয়ে যায় ।

error: Content is protected !!