জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া ব্যাখ্যা
জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া ব্যাখ্যা
পটাশিয়াম ক্লোরেটকে তীব্র ভাবে উত্তপ্ত করলে এর তাপীয় বিয়োজন ঘটে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয় ।

এক্ষেত্রে KClO3 থেকে KCl এ রূপান্তর একটি বিজারণ ক্রিয়া । কিন্তু KClO3 থেকে O2 তে রূপান্তর একটি জারণ ক্রিয়া । অর্থাৎ এই বিক্রিয়ায় একই যৌগ KClO3 আংশিকভাবে জারিত ও আংশিকভাবে বিজারিত হয় ।