জারণ ও বিজারণ বিক্রিয়ায় যোজ্যতার পরিবর্তন
জারণ ও বিজারণ বিক্রিয়ায় যোজ্যতার পরিবর্তন
কোনো মৌল জারিত হলে তার যোজ্যতা বাড়ে এবং বিজারিত হলে যোজ্যতা কমে । যেমন— ফেরাস ক্লোরাইড ( FeCl2 ) যৌগে Fe এর যোজ্যতা 2 । এই FeCl2 দ্রবণের মধ্য দিয়ে ক্লোরিন চালনা করলে FeCl2 জারিত হয়ে ফেরিক ক্লোরাইড FeCl3 উৎপন্ন করে । FeCl3 তে Fe এর যোজ্যতা 3 । সুতরাং দেখা গেল যে জারণের ফলে মৌলের যোজ্যতা বেড়ে যায় ।
আবার FeCl3 কে জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে FeCl2 উৎপন্ন হয় ।
FeCl3 + H = FeCl2 + HCl
এক্ষেত্রে বিজারণের ফলে Fe এর যোজ্যতা 3 থেকে কমে 2 হয় অর্থাৎ বিজারণের ফলে মৌলের যোজ্যতা কমে যায় ।