ভৌত বিজ্ঞান

জারক ও বিজারক পদার্থের পার্থক্য

জারক ও বিজারক পদার্থের পার্থক্য

জারক পদার্থ বিজারক পদার্থের মধ্যে পার্থক্য গুলি হল一

জারক পদার্থ :

1. যে সমস্ত পদার্থ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে কোনো পদার্থকে জারিত করে এবং নিজে বিজারিত হয় তাকে জারক পদার্থ বলে । 

2. জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে । 

3. জারক পদার্থ সর্বদা বিজারিত হয় ।

বিজারক পদার্থ :

1. যে সমস্ত পদার্থ এক বা একাধিক ইলেকট্রন দান করে কোনো পদার্থকে বিজারিত করে এবং নিজে জারিত হয় তাকে বিজারক পদার্থ বলে । 

2. বিজারক পদার্থ ইলেকট্রন সরবরাহ করে । 

3. বিজারক পদার্থ সর্বদা জারিত হয় ।

error: Content is protected !!