জারন বিজারন একই সাথে ঘটে

জারন বিজারন একই সাথে ঘটে 

যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণকারী কোনো ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকতে পারে না তাই জারণবিজারণ ক্রিয়া একসাথে ঘটে । কোনো বিক্রিয়ায় যখন একটি পদার্থ ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ জারণ ক্রিয়া সংঘটিত হয় , তখনই অপর একটি পদার্থ এই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ বিজারণ ক্রিয়া সংঘটিত হয় । কোনো পদার্থ অন্য পদার্থকে জারিত করলে সেই পদার্থ নিজে বিজারিত হয় । আবার কোনো পদার্থ অন্য পদার্থকে বিজারিত করলে সেই পদার্থ নিজে জারিত হয় । সুতরাং বলা যায় যে জারণ বিজারণ একসাথে ঘটে । 

জারন বিজারন একই সাথে ঘটার উদাহরণ : 

( i ) উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড ( CuO ) এর উপর দিয়ে H2 গ্যাস পাঠালে কপার ও জল পাওয়া যায় । 

CuO + H2 = Cu + H2O

ইলেকট্রনীয় তত্ত্বানুযায়ী বিক্রিয়াটি নিম্নরূপে ঘটে— 

Screenshot ২০২২০৩২০ ১৯২২৩৭

এখানে CuO এর মধ্যস্থিত Cu++ আয়ন ইলেকট্রন গ্রহণ করে Cu তে পরিণত হয় অর্থাৎ CuO বিজারিত হয় । আবার H2 গ্যাসের প্রতিটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে H+ আয়নে জারিত হয় । সুতরাং এই বিক্রিয়ায় জারণ ও বিজারণ দুইই ঘটল । 

( ii ) হাইড্রোজেন সালফাইড ( H2S ) এবং ব্রোমিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ব্রোমাইড ( HBr ) ও সালফার উৎপন্ন হয় । 

H2S + Br2 = S + 2HBr

ইলেকট্রনীয় তত্ত্বানুযায়ী বিক্রিয়াটি নিম্নরূপে ঘটে—

Screenshot ২০২২০৩২০ ১৯২৩০৮

এখানে H2S এর মধ্যস্থিত S– আয়ন ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হয় অর্থাৎ H2S জারিত হয় । আবার Br2 এর প্রতিটি Br পরমাণু S– কর্তৃক বর্জিত ইলেকট্রন গ্রহণ করে Br– আয়নে বিজারিত হয় । সুতরাং এইক্ষেত্রে জারণ ও বিজারণ একসাথে ঘটল ।

error: Content is protected !!