ভৌত বিজ্ঞান

বিজারণ কাকে বলে

বিজারণ কাকে বলে

যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক মুক্ত হয় বা এদের অনুপাত বৃদ্ধি পায় অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক অপসারিত হয় বা এদের অনুপাত হ্রাস পায় , সেই বিক্রিয়াকে বিজারণ বলে ।

বিজারণ এর উদাহরণ : 

i. হাইড্রোজেনের সংযোজন দ্বারা বিজারণ : ক্লোরিন জলের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এবং হলুদ বর্ণের সালফার অধঃক্ষিপ্ত হয় । 

IMG ২০২২০৩২০ ১৭৪২৪৫3

এই বিক্রিয়ায় Cl2 এর সঙ্গে H2 যুক্ত হয়ে HCI উৎপন্ন করেছে । সুতরাং , এটি বিজারণ ক্রিয়াবিজারক H2S ক্লোরিনকে HCI এ বিজারিত করেছে । 

ii. তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন দ্বারা বিজারণ : উত্তপ্ত সোডিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করে । 

IMG ২০২২০৩২০ ১৭৪২৪৫4

এই বিক্রিয়ায় CI2 তড়িৎ ধনাত্মক মৌল সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে NaCl উৎপন্ন করেছে । সুতরাং , এটি বিজারণ ক্রিয়াবিজারক Na ক্লোরিনকে NaCl এ বিজারিত করেছে । 

iii. অক্সিজেনের অপসারণ দ্বারা বিজারণ : উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে H2 গ্যাস চালনা করলে ধাতব কপার এবং জল উৎপন্ন হয় । 

IMG ২০২২০৩২০ ১৭৪২৪৫5

এই বিক্রিয়ায় কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে কপার উৎপন্ন হয়েছে । সুতরাং , এটি বিজারণ ক্রিয়া বিজারক H2 কিউপ্রিক অক্সাইডকে কপারে বিজারিত করেছে । 

iv. তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ দ্বারা বিজারণ : ফেরিক ক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে জায়মান হাইড্রোজেন চালনা করলে ফেরাস ক্লোরাইড উৎপন্ন হয় । 

IMG ২০২২০৩২০ ১৭৪২৪৫6

এই বিক্রিয়ায় FeCl3 থেকে তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিন অপসারিত হয়ে FeCl2 গঠন করে , যাতে ক্লোরিনের পরিমাণ কমে যায় । সুতরাং , এটি বিজারণ ক্রিয়াবিজারক জায়মান হাইড্রোজেন FeCl3 কে FeCl2 এ বিজারিত করেছে । 

error: Content is protected !!