ভৌত বিজ্ঞান

জারণ কাকে বলে

জারণ কাকে বলে 

যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয় বা এদের অনুপাত বৃদ্ধি পায় , অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয় বা এদের অনুপাত হ্রাস পায় , সেই বিক্রিয়াকে জারণ বলে । 

জারণ এর উদাহরণ : 

i. অক্সিজেনের সংযোজন দ্বারা জারণ : ম্যাগনেশিয়াম ধাতুকে বাতাসে বা অক্সিজেনে উত্তপ্ত করলে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় । 

IMG ২০২২০৩১৬ ১০২১১৪1

এই বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে । সুতরাং , এটি জারণ ক্রিয়া জারক অক্সিজেন দ্বারা ম্যাগনেশিয়াম জারিত হয়েছে । 

ii. তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন দ্বারা জারণ : বর্ণহীন ফেরাস ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করলে হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয় । 

IMG ২০২২০৩১৬ ১০২১১৪2

এই বিক্রিয়ায় FeCl2 এর সঙ্গে তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন FeCl3 তে ক্লোরিনের অনুপাত বৃদ্ধি করেছে । সুতরাং , এটি জারণ ক্রিয়াজারক ক্লোরিন দ্বারা FeCl2 জারিত হয়ে FeCl3 তে পরিণত হয়েছে ।

iii. হাইড্রোজেনের অপসারণ দ্বারা জারণ : হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সঙ্গে উত্তপ্ত করলে সবুজাভ হলুদ বর্ণের ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় । 

IMG ২০২২০৩২০ ১৭৪২৪৫1

এই বিক্রিয়ায় HCI থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে ক্লোরিন উৎপন্ন হয়েছে । সুতরাং , এটি জারণ ক্রিয়া । জারক MnO2 দ্বারা HCI জারিত হয়েছে । 

iv. তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ দ্বারা জারণ : পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় পটাশিয়াম ক্লোরাইড এবং আয়োডিন উৎপন্ন হয় । 

IMG ২০২২০৩২০ ১৭৪২৪৫2

এই বিক্রিয়ায় ক্লোরিন KI থেকে তড়িৎ ধনাত্মক মৌল পটাশিয়ামকে অপসারণ করে I2 মুক্ত করে । সুতরাং , এটি জারণ ক্রিয়া । জারক ক্লোরিন KI কে I2 এ জারিত করে । 

error: Content is protected !!