তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য

তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য

তড়িৎযোজী যৌগসমযোজী যৌগের মধ্যে পার্থক্যগুলি হলㅡ

তড়িৎযোজী যৌগ :

1. সাধারণ উষ্ণতায় তড়িৎযোজী যৌগ কেলাসাকার কঠিন পদার্থ । 

2. তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় । 

3. তড়িৎযোজী যৌগ জলে দ্রাব্য , কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য বা স্বল্প দ্রাব্য । 

4. তড়িৎযোজী যৌগগুলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ । এরা গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে । 

5. তড়িৎযোজী যৌগগুলির মধ্যে রাসায়নিক বিক্রিয়া খুব দ্রুতগতিতে ঘটে । 

6. তড়িৎযোজী বন্ধন খুব দৃঢ় নয় এবং বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই । 

7. তড়িৎযোজী যৌগের সমাবয়বতা দেখা যায় না । 

৪. তড়িৎযোজী যৌগ সাধারণত ধাতব পরমাণু এবং অধাতব পরমাণুর সংযোগে অজৈব যৌগ অণুরূপে গঠিত হয় ।

সমযোজী যৌগ :

1. সাধারণ উষ্ণতায় অধিকাংশ সমযোজী যৌগ তরল বা গ্যাসীয় । তবে উচ্চ আণবিক গুরুত্বের সমযোজী যৌগ কঠিন হতে পারে । 

2. সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয় । 

3. সমযোজী যৌগ সাধারণত জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য । 

4. সমযোজী যৌগগুলি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ । এরা আয়নে বিয়োজিত হয় না , ফলে তড়িৎ পরিবহন করে না । 

ব্যতিক্রম : HCl এর জলীয় দ্রবণ উত্তম তড়িৎ পরিবাহী ।

5. সমযোজী যৌগগুলির মধ্যে রাসায়নিক বিক্রিয়া খুব ধীরগতিতে হয় । 

6. সমযোজী বন্ধন দৃঢ় এবং এই বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে । 

7 . সমযোজী যৌগের সমাবয়বতা দেখা যায় । 

৪ . সমযোজী যৌগ সাধারণত অধাতব পরমাণুর সংযোগে মৌল অণু , অজৈব ও জৈব যৌগ অণুরূপে গঠিত হয় ।

error: Content is protected !!