সোডিয়াম ক্লোরাইড ও কার্বন টেট্রাক্লোরাইড এর পার্থক্য
সোডিয়াম ক্লোরাইড ও কার্বন টেট্রাক্লোরাইড এর পার্থক্য
সোডিয়াম ক্লোরাইড ও কার্বন টেট্রাক্লোরাইড এর মধ্যে পার্থক্যগুলি হল ㅡ
সোডিয়াম ক্লোরাইড :
1. সোডিয়াম ক্লোরাইড যৌগে কোনো অবস্থায় NaCl অণু হিসেবে থাকে না । সর্বদাই Na+ এবং Cl- আয়নে ভেঙে থাকে । কেলাসাকার অবস্থাতেও আয়নের অস্তিত্ব থাকে ।
2. NaCl তড়িৎ বিশ্লেষ্য পদার্থ । গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে এবং তড়িৎ পরিবহন করে ।
3. সাধারণ উষ্ণতায় শক্ত কঠিন পদার্থ ।
4. উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ । গলনাঙ্ক 803°C এবং স্ফুটনাঙ্ক 1430°C ।
5 . জলে দ্রাব্য , কিন্তু বেঞ্জিন , হেক্সেন প্রভৃতি জৈব দ্রাবকে অদ্রাব্য ।
কার্বন টেট্রাক্লোরাইড :
1. কার্বন টেট্রাক্লোরাইড যৌগে কোনো আয়ন নেই । সবসময় অণু হিসেবে থাকে । কেলাসেও অণুর অস্তিত্ব বজায় থাকে ।
2. এটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ । কোনো অবস্থায় আয়ন উৎপন্ন করে না , ফলে তড়িৎ পরিবহনও করে না ।
3. সাধারণ উষ্ণতায় উদ্বায়ী তরল । কঠিন অবস্থায় নরম পদার্থ ।
4. গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম । গলনাঙ্ক 28°C এবং স্ফুটনাঙ্ক 77°C ।
5. জলে অদ্রাব্য , কিন্তু বেঞ্জিন , হেক্সেন প্রভৃতি জৈব দ্রাবকে দ্রাব্য ।