সমযোজী বন্ধন কাকে বলে

Contents

সমযোজী বন্ধন কাকে বলে 

সমযোজ্যতার সাহায্যে অণু গঠনের সময় ইলেকট্রন জোড়ের মাধ্যমে পরমাণুগুলির মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় অর্থাৎ সমযোজী অনু গঠিত হলে যে রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয় , তাকে সমযোজী বন্ধন বলে ।

সমযোজী এক বন্ধন কাকে বলে 

সমযোজ্যতার সাহায্যে অণু গঠনের সময় দুটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়ে যে বন্ধনের সৃষ্টি হয় , সেই বন্ধনকে সমযোজী এক বন্ধন বলে । এই ধরনের বন্ধনকে ‘ — ‘ চিহ্ন দ্বারা প্রকাশ  করা হয় ।

সমযোজী দ্বিবন্ধন কাকে বলে 

সমযোজ্যতার সাহায্যে অণু গঠনের সময় দুটি পরমাণুর মধ্যে দুটি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়ে যে বন্ধনের সৃষ্টি হয় , সেই বন্ধনকে সমযোজী দ্বিবন্ধন বলে । এই ধরনের বন্ধনকে ‘ = ‘ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় । 

সমযোজী ত্রিবন্ধন কাকে বলে

সমযোজ্যতার সাহায্যে অণু গঠনের সময় দুটি পরমাণুর মধ্যে তিনটি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়ে যে বন্ধনের সৃষ্টি হয় , সেই বন্ধনকে সমযোজী ত্রিবন্ধন বলে । এই ধরনের বন্ধনকে ‘ ≡ ‘ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ।

error: Content is protected !!