পারদ তরল হলেও ধাতু কেন

পারদ তরল হলেও ধাতু কেন

পারদ তরল হলেও ধাতু ; কারণ— 

i. পারদের ধাতব ঔজ্জ্বল্য আছে । 

ii. পারদ তাপ ও তড়িতের সুপরিবাহী । 

iii. পারদ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ক্ষারীয় অক্সাইড HgO গঠন করে ।

2Hg + O2 = 2HgO 

iv. পারদ তড়িৎ ধনাত্মক মৌল এবং পারদ লবণ জলে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন উৎপন্ন করে ।

error: Content is protected !!