জলের চেয়ে হালকা হলেও সোডিয়াম ধাতু কেন

জলের চেয়ে হালকা হলেও সোডিয়াম ধাতু কেন

জলের চেয়ে হালকা হলেও সোডিয়াম ধাতু ; কারণ— 

i. স্বাভাবিক অবস্থায় সোডিয়াম কঠিন । 

ii. সোডিয়াম তাপ ও তড়িতের সুপরিবাহী । 

iii. অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও H2 উৎপন্ন করে । 

iv. অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় ক্ষারীয় অক্সাইড Na2O গঠন করে ।

4Na + O2 = 2Na2O

v. সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে Na+ ক্যাটায়নে পরিণত হয় ।

error: Content is protected !!