ভৌত বিজ্ঞান

হাইড্রোজেন অধাতু কেন

হাইড্রোজেন অধাতু কেন

হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল হওয়া সত্ত্বেও এটি অধাতু ; কারণ— 

i. সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস এবং এটি সবচেয়ে হালকা মৌল । 

ii. হাইড্রোজেন তাপ ও তড়িতের কুপরিবাহী । 

iii. হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রশম অক্সাইড H2O উৎপন্ন করে— ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে না ।

2H2 + O2 = 2H2

iv. অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না ।

error: Content is protected !!