ভৌত বিজ্ঞান

গ্রাফাইট ধাতু নয় কেন

গ্রাফাইট ধাতু নয় কেন

গ্রাফাইট তাপ ও বিদ্যুতের পরিবাহী হলেও এটি অধাতু ; কারণ— 

গ্রাফাইট এর ভৌত ধর্ম : 

i. গ্রাফাইট নমনীয় ও প্রসারণশীল নয় । 

ii. গ্রাফাইটকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না ।

গ্রাফাইট এর রাসায়নিক ধর্ম : 

i. গ্রাফাইট লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন উৎপাদন করে না । 

ii. গ্রাফাইটের অক্সাইড আম্লিক , ক্ষারীয় নয় ।

error: Content is protected !!