ভৌত বিজ্ঞান

অধাতু কাকে বলে

Contents

অধাতু কাকে বলে

যে সমস্ত মৌলের মধ্যে ধাতব ধর্মগুলি বর্তমান নেই অর্থাৎ যে মৌলের ঔজ্জ্বল্য নেই , যা সাধারণত ভঙ্গুর , হালকা , তাপ ও বিদ্যুতের কুপরিবাহী , যাকে টেনে সুতোর আকার দেওয়া যায় না , যা সাধারণত ঋণাত্মক তড়িৎধর্মী এবং যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না তাকে অধাতু বলে । 

হাইড্রোজেন , অক্সিজেন , কার্বন , সালফার , ক্লোরিন প্রভৃতি মাত্র 22 টি জানা মৌল অধাতুর মতো আচরণ করে । অধাতুর সংখ্যা কম হলেও এরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় । যেমন — সমস্ত জীবজগতের মূল উপাদান হল কার্বন ও হাইড্রোজেন । অক্সিজেন ছাড়া তো আমরা কয়েক মিনিটের বেশি বাঁচতে পারি না । 

অধাতুর বৈশিষ্ট্য

অধাতুর ভৌত ধর্ম :

( i ) অধাতু সাধারণত উজ্জ্বল নয় । 

( ii ) স্বাভাবিক উষ্ণতায় অধাতু সাধারণত গ্যাসীয় বা কঠিন । ব্রোমিন একমাত্র তরল অধাতু । 

( iii ) অধাতুকে পিটিয়ে পাতলা পাত তৈরি করা যায় না । অধাতব কঠিন পদার্থ ( যেমন — সালফার , কার্বন ) সাধারণত ভঙ্গুর । 

( iv ) অধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না , ফলে অধাতু সাধারণত তাপ ও তড়িতের কুপরিবাহী হয় । এর ব্যতিক্রম হল কার্বনের রূপভেদ গ্রাফাইট ; এটি তড়িতের সুপরিবাহী ।

অধাতুর রাসায়নিক ধর্ম : 

( i ) অধাতু সাধারণত ঋণাত্মক তড়িৎধর্মী কারণ এরা সহজেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন গঠন করে । যেমন—

Cl2 + 2e ⟶ 2Cl ; O2 + 4e = 2O 

( ii ) অধাতু সাধারণত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আম্লিক বা প্রশম অক্সাইড উৎপন্ন করে । যেমন , কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আম্লিক অক্সাইড CO2 এবং প্রশম অক্সাইড CO উৎপন্ন করে । 

C + O2 = CO2

এই CO2 একটি আম্লিক অক্সাইড । কারণ এটি জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে । 

CO2 + H2O = H2CO

কার্বন মনোক্সাইড ( CO ) , নাইট্রাস অক্সাইড ( N2O ) প্রভৃতি হল প্রশম অক্সাইড । কারণ তারা আম্লিকও নয় আবার ক্ষারীয়ও নয় । 

( iii ) অধাতু লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না । 

( iv ) অধাতু ক্লোরিনের সাথে সমযোজী ক্লোরাইড উৎপন্ন করে । যেমন —

P4 + 6Cl2 = 4PCl3 ( ফসফরাস ক্লোরাইড ) 

( v ) অধাতু H2 এর সাথে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে । যেমন—

N2 + 3H2 = 2NH3 ; H2 + S = H2S  

কিছু কিছু মৌলকে অধাতু বলা হয় কিন্তু এদের মধ্যে অধাতুর সমস্ত ধর্ম বর্তমান থাকে না । যেমন— হীরক ও আয়োডিন অধাতু হলেও উজ্জ্বল , কার্বনের রূপভেদ গ্রাফাইট অধাতু হলেও তড়িৎপরিবাহী , হীরক অধাতু হলেও কঠিনতম পদার্থ , হাইড্রোজেন অধাতু হলেও সাধারণত ধনাত্মক তড়িৎধর্মী ।

error: Content is protected !!