ধাতুকল্প কাকে বলে
ধাতুকল্প কাকে বলে
যে মৌলের মধ্যে ধাতু ও অধাতু উভয়েরই ধর্ম বর্তমান তাকে ধাতুকল্প বলে ।
ধাতুকল্প এর উদাহরণ — আর্সেনিক ( As ) ও অ্যান্টিমণি ( Sb ) । মৌল দুটি অধাতুর মতো অনমনীয় ও ভঙ্গুর প্রকৃতির , আম্লিক অক্সাইড উৎপন্ন করে , অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না । আবার উভয়েই ধাতুর মতো তাপ ও তড়িতের পরিবাহী , উভয়ের ধাতব ঔজ্জ্বল্য আছে এবং বিভিন্ন ধাতুর সাথে ধাতু সংকর গঠনের প্রবণতা আছে ।
সুতরাং দেখা যাচ্ছে যে আর্সেনিক ও অ্যান্টিমণির মধ্যে অধাতু ও ধাতু উভয়েরই ধর্মের সমন্বয় ঘটেছে । তাই এদের ধাতুকল্প বলে ।