নিষ্ক্রিয় মৌল কাকে বলে

নিষ্ক্রিয় মৌল কাকে বলে  

ছয়টি গ্যাসীয় মৌল আছে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না । এদেরকে নিষ্ক্রিয় মৌল বলে ।

নিষ্ক্রিয় মৌলের উদাহরণ : হিলিয়াম (He) , নিয়ন (Ne) , আর্গন (Ar), ক্রিপটন (Kr) , জেনন (Xe) , রেডন (Rn) ।

নিষ্ক্রিয় মৌলকে বিরল গ্যাস বলার কারণ 

রেডন ছাড়া বাকি পাঁচটি নিষ্ক্রিয় মৌল বায়ুমণ্ডলে খুব অল্প পরিমাণে পাওয়া যায় । তাই এই গ্যাসগুলিকে বিরল গ্যাসও বলে ।

error: Content is protected !!