তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে
Contents
তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে
যে রাসায়নিক বা ভৌত পরিবর্তনের সময় তাপ শোষিত হয় সেই পরিবর্তনকে তাপ শোষক পরিবর্তন বা তাপগ্রাহী পরিবর্তন বলে ।
তাপগ্রাহী পরিবর্তন এর উদাহরণ
তাপগ্রাহী ভৌত পরিবর্তন :
অ্যামোনিয়াম ক্লোরাইড ( NH4CI ) বা অ্যামোনিয়াম নাইট্রেটকে ( NH4NO3 ) জলে দ্রবীভূত করলে দ্রবণটি ঠান্ডা হয়ে যায় অর্থাৎ তাপের শোষণ হয় । সুতরাং এটি হল একটি তাপ শোষক বা তাপগ্রাহী ভৌত পরিবর্তন ।
তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন :
লোহিত তপ্ত কার্বনের উপর দিয়ে সালফার বাষ্প চালনা করলে কার্বন ডাই সালফাইড উৎপন্ন হয় এবং তাপ শোষিত হয় ।
C + 2S = CS2 – তাপ
সুতরাং এটি একটি তাপ শোষক বা তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন ।