তাপমোচী পরিবর্তন কাকে বলে

Contents

তাপমোচী পরিবর্তন কাকে বলে

যে রাসায়নিক বা ভৌত পরিবর্তনের সময় তাপ উৎপন্ন হয় সেই পরিবর্তনকে তাপ উৎপাদক পরিবর্তন বা তাপমোচী পরিবর্তন বলে । 

তাপমোচী পরিবর্তন এর উদাহরণ 

তাপমোচী ভৌত পরিবর্তন :

জলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশালে দ্রবণটি খুব গরম হয়ে ওঠে । অর্থাৎ এখানে তাপের উদ্ভব হয় । সুতরাং এটি হল একটি তাপ উৎপাদক ভৌত পরিবর্তন ।

তাপমোচী রাসায়নিক পরিবর্তন :

( i ) অক্সিজেনের মধ্যে কার্বন বা কয়লা পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং প্রচুর তাপও উৎপন্ন হয় । 

C + O2 = CO2 + তাপ

সুতরাং এটি একটি তাপ উৎপাদক বা তাপমোচী রাসায়নিক পরিবর্তন । 

( ii ) চুনে জল মেশালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় । জল ফুটতে শুরু করে এবং চুন ও জলের বিক্রিয়ায় কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় । 

CaO + H2O = Ca(OH)2 + তাপ 

সুতরাং এটি একটি তাপ উৎপাদক রাসায়নিক পরিবর্তন ।

error: Content is protected !!