ভৌত বিজ্ঞান

অনুঘটন কাকে বলে

অনুঘটন কাকে বলে

অনুঘটকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি বা হ্রাসের ঘটনাকে অনুঘটন বলে ।

উদ্দীপক বা প্রোমোটার

যে পদার্থকে অনুঘটকের সঙ্গে মিশিয়ে দিলে অনুঘটকের কর্মক্ষমতা বাড়ে , তাকে উদ্দীপক বা প্রোমোটার বলে । 

উদাহরণ : হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার ( NH3 ) শিল্প উৎপাদনে লোহাচুর অনুঘটকের সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইড ( Al2O3 ) এবং পটাশিয়াম অক্সাইড ( K2O ) মিশিয়ে দিলে অনুঘটকের ক্ষমতা বাড়ে । এখানে Al2O3 এবং K2O উদ্দীপক হিসেবে কাজ করে । 

error: Content is protected !!