ভৌত ও রাসায়নিক পরিবর্তনের প্রাকৃতিক উদাহরণ
ভৌত ও রাসায়নিক পরিবর্তনের প্রাকৃতিক উদাহরণ
বর্তমানে বায়ুর দূষণের মাত্রা বাড়ায় ‘ গ্রিন হাউস এফেক্ট ’ – এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা ধীরে ধীরে বেড়ে চলেছে । এইজন্য উঁচু পাহাড়ের মাথায় সঞ্চিত বরফের স্তুপ বা মেরুপ্রদেশের কাছাকাছি মহাসাগরে ভাসমান হিমশৈল গলতে শুরু করেছে । বরফের এই গলন ভৌত পরিবর্তনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত ।
গাছে গাছে ঘর্ষণ লেগে বা মানুষের অসাবধানতার ফলে অনেক সময় বনাঞ্চলে আগুন লেগে যায় । এর ফলে কিলোমিটারের পর কিলোমিটার বনাঞ্চলের গাছপালা পুড়ে ছাই হয়ে যায় । একে দাবানল বলে । এর ফলে সৃষ্ট প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাস বাতাসে মিশে গিয়ে বায়ুদূষণ ঘটায় । দাবানল রাসায়নিক পরিবর্তনের একটি প্রাকৃতিক উদাহরণ ।