ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সাথে ঘটার উদাহরণ
ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সাথে ঘটার উদাহরণ
মোম একটি কার্বন ও হাইড্রোজেন ঘটিত যৌগ । যখন একটি মোমবাতি জ্বলে তখন মোমের কার্বন ও হাইড্রোজেন বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে ।
C + O 2 = CO2
2H2 + O2 = 2H2O
এদের ধর্ম মোমের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা । অতএব মোমের দহন একটি রাসায়নিক পরিবর্তন ।
আবার মোমবাতির দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তার ফলে কিছু পরিমাণ মোম গলে তরলে পরিণত হয় । এই গলিত মোম একটু ঠান্ডা হলেই আবার কঠিন মোমে পরিণত হয় । সুতরাং মোমের যে গলন হয় তা ভৌত পরিবর্তন ।
অতএব মোমবাতি জ্বললে একই সাথে ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয় ।