ভৌত বিজ্ঞান

ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য

ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য

ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যগুলি হল一

ভৌত পরিবর্তন :

( i ) ভৌত পরিবর্তন পদার্থের ভৌত ধর্মের পরিবর্তন ঘটায় , কোনো নতুন পদার্থ সৃষ্টি করে না । 

( ii ) ভৌত পরিবর্তন সাধারণত অস্থায়ী । পরিবর্তনের কারণ অপসারিত করে পদার্থকে আবার আগের অবস্থায় আনা যায় । 

( iii ) ভৌত পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে আবার নাও পারে । 

( iv ) ভৌত পরিবর্তনে পদার্থের ভরের কোনো পরিবর্তন হয় না । 

( v ) ভৌত পরিবর্তনের জন্য অনুঘটকের প্রয়োজন হয় না ।

রাসায়নিক পরিবর্তন :

( i ) রাসায়নিক পরিবর্তন পদার্থের রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটায় । ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন হয় । 

( ii ) রাসায়নিক পরিবর্তন স্থায়ী । পরিবর্তিত পদার্থকে কোনো ভৌত পদ্ধতিতে মূল পদার্থে ফিরিয়ে আনা যায় না । 

( iii ) রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ অবশ্যই হবে । 

( iv ) রাসায়নিক পরিবর্তনে অংশ গ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের ভরের পরিবর্তন হয় । অবশ্য এই পরিবর্তনে অংশ গ্রহণকারী সমস্ত পদার্থের মোট ভর এবং পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্ত পদার্থগুলির মোট ভর সমান হয় । 

( v ) অনেক রাসায়নিক পরিবর্তনকে দ্রুত করার জন্য অনুঘটকের প্রয়োজন হয় । 

error: Content is protected !!