এক্স রশ্মি ও সাধারণ আলোক রশ্মির পার্থক্য
এক্স রশ্মি ও সাধারণ আলোক রশ্মির পার্থক্য
এক্স রশ্মি ও সাধারণ আলোক রশ্মির সাদৃশ্য
1. উভয়েই তড়িৎচুম্বকীয় তরঙ্গ ।
2. উভয়েই সরলরেখায় চলে ।
3. উভয়েই ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে ।
4. তড়িৎক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না ।
5. উভয়েরই শূন্য মাধ্যমে বেগ 3 × 108 মি/সে ।
6. উভয়ের ক্ষেত্রেই প্রতিফলন , প্রতিসরণ , ব্যতিচার ইত্যাদি ঘটনা লক্ষ করা যায় ।
এক্স রশ্মি ও সাধারণ আলোক রশ্মির বৈসাদৃশ্য
সাধারণ আলোক রশ্মির মধ্যে পার্থক্য গুলি হলো 一
এক্স রশ্মি | সাধারণ আলোক রশ্মি |
1. এক্স রশ্মি চোখে দর্শনের অনুভূতি জাগায় না । | 1. সাধারণ আলো চোখে দর্শনের অনুভূতি জাগায় । |
2. এক্স রশ্মি অনেক অস্বচ্ছ বস্তুকে ভেদ করে যেতে পারে । | 2. সাধারণ আলো অস্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে যেতে পারে না । |
3. এক্স রশ্মি গ্যাসকে আয়নিত করে । | 3. সাধারণ আলো গ্যাসকে আয়নিত করে না । |
4. এক্স রশ্মি কতকগুলি বস্তুর ওপর পড়লে প্রতিপ্রভা সৃষ্টি হয় । | 4. সাধারণ আলো প্রতিপ্রভা সৃষ্টি করে না । |
5. এক্স রশ্মি জীবকোশকে ধ্বংস করতে পারে । | 5. সাধারণ আলো জীবকোশকে ধ্বংস করে না । |