ভৌত বিজ্ঞান

এক্স রশ্মি কিভাবে উৎপন্ন হয়

এক্স রশ্মি কিভাবে উৎপন্ন হয় 

বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে এক্স রশ্মির উৎপাদন হয় কুলিজ নলে  । 

X RAY
কুলিজ নল

এই নলে একটি প্রায় বায়ুশূন্য কাচের গোলকের মধ্যে দুটি পার্শ্বনল দিয়ে দুটি তড়িৎদ্বার ক্যাথোড ও অ্যানোড ঢোকানো থাকে । এখানে অ্যানোডই টার্গেট হিসেবে কাজ করে । ক্যাথোডটি টাংস্টেনের তার দিয়ে তৈরি । একে ফিলামেন্ট বলে । 

নিম্ন বিভবের এ সি বা ডি সি সরবরাহের সাহায্যে ফিলামেন্টকে উত্তপ্ত করা হয় । উত্তপ্ত ফিলামেন্ট থেকে প্রচুর ইলেকট্রন নির্গত হয় । 

ফিলামেন্টকে ঘিরে একটি মলিবডেনামের নল M রাখা হয় । এই নলটিকে ক্যাথোড সাপেক্ষে ঋণাত্মক বিভবে রাখা হয় , যার ফলে ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রনগুলি টার্গেটের ( T ) ওপর কেন্দ্রীভূত হয় । টার্গেটটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট টাংস্টেনের পাত দিয়ে তৈরি । পাতটি ইলেকট্রন প্রবাহের সঙ্গে 45 ° কোণ করে থাকে ।

এবার , ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে উচ্চ বিভব পার্থক্য সৃষ্টি করলে ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রনগুলি তীব্র বেগে অ্যানোড পাত অর্থাৎ টার্গেটকে আঘাত করে । ফলে টার্গেট থেকে এক্স রশ্মি উৎপন্ন হয় । 

ইলেকট্রন কণার আঘাতে টার্গেটে প্রচুর তাপ উৎপন্ন হয় । বিকিরক পাখা লাগিয়ে বা টার্গেটের চারদিকে জলের প্রবাহের সাহায্যে এই তাপ অপসারণ করা হয় । 

ক্যাথোড ও অ্যানোডের মধ্যে বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রা নিয়ন্ত্রণ করে কুলিজ নলে কম বা বেশি ভেদন ক্ষমতার এক্স রশ্মি উৎপাদন করা যায় । তা ছাড়া , এই নলের কর্মদক্ষতা গ্যাসপূর্ণ নলের চেয়ে বেশি

error: Content is protected !!