তাপীয় আয়ন নিঃসরণ কাকে বলে

Contents

তাপীয় আয়ন নিঃসরণ কাকে বলে 

ধাতব পদার্থকে উত্তপ্ত করলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয় । তাপের প্রভাবে এভাবে ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের ঘটনাকে তাপীয় আয়ন নিঃসরণ বলে । 

তাপীয় আয়ন নিঃসরণের নির্ভরশীলতা 

তাপীয় আয়ন নিঃসরণ দুটি বিষয়ের ওপর নির্ভর করে— 

i. ধাতব পৃষ্ঠের উষ্ণতা : ধাতব পৃষ্ঠের উষ্ণতা যত বৃদ্ধি পায় , নিঃসৃত ইলেকট্রনের সংখ্যা তত বৃদ্ধি পায় । 

ii. ধাতব পৃষ্ঠের প্রকৃতি : ধাতব পৃষ্ঠের প্রকৃতির ওপরেও ইলেকট্রন নিঃসরণ নির্ভর করে । বিভিন্ন ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের হার বিভিন্ন হয় । ধাতব পৃষ্ঠের ওপর বেরিয়াম বা স্ট্রনশিয়াম অক্সাইডের প্রলেপ দিলে প্রায় 800°C তাপমাত্রায় প্রচুর ইলেকট্রন নিঃসরণ হয় । 

তাপীয় আয়ন নিঃসরণের ব্যাখ্যা 

ধাতুর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে । এইসব ইলেকট্রন ধাতুর মধ্যে ইতস্ততভাবে চলাচল করতে থাকে । সাধারণ উষ্ণতায় এরা ধাতবপৃষ্ঠ থেকে বেরিয়ে আসতে পারে না । ধাতবপৃষ্ঠ থেকে বেরিয়ে আসার জন্য একটি ইলেকট্রনের যে ন্যূনতম শক্তির প্রয়োজন , তাকে ওই ধাতুর কার্য-অপেক্ষক বলে । ধাতুকে উত্তপ্ত করলে ইলেকট্রনগুলির গতিশক্তি বৃদ্ধি পায় । যেসব ইলেকট্রনের গতিশক্তি ধাতুর কার্য-অপেক্ষক অপেক্ষা বেশি হয় , তারা ধাতবপৃষ্ঠ থেকে বেরিয়ে আসে । এভাবেই তাপীয় আয়ন নিঃসরণ হয় । 

তাপ আয়নিক তড়িৎপ্রবাহ 

বায়ু শূন্য নলে রাখা উত্তপ্ত নিঃসারক ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তাপীয় আয়ন প্রবাহের দরুন সৃষ্ট তড়িৎপ্রবাহকে তাপ আয়নিক তড়িৎপ্রবাহ বলে ।

error: Content is protected !!