শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত
শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত
1. ছিদ্রপথটি খুব সুক্ষ্ম হওয়া প্রয়োজন । তা না হলে অনেক আলোকরশ্মি ছিদ্রের মধ্য দিয়ে এসে প্রিজমে পড়ে অশুদ্ধ বর্ণালী গঠন করবে ।
2. ছিদ্রপথটিকে প্রথম লেন্সের ঠিক ফোকাসে রাখতে হবে যাতে প্রথম লেন্স থেকে নির্গত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় ।
3. প্রিজমটিকে হলুদ বর্ণের আলোর জন্য ন্যূনতম চ্যুতির অবস্থানে রাখতে হবে ।
4. পর্দাকে দ্বিতীয় লেন্সের ফোকাসতলে রাখতে হবে ।