প্রিজম কাকে বলে

Contents

প্রিজম কাকে বলে 

প্রিজম তিনটি আয়তাকার এবং দুটি ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব ও স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে । 

digiexamguide.com 1
প্রিজম কাকে বলে

প্রিজম সম্পর্কিত সংজ্ঞা

প্রতিসারক তল কাকে বলে : 

আলোকরশ্মি প্রিজমের যে তলে আপতিত হয় এবং প্রতিসরণের পর যে তল থেকে নির্গত হয় , তাদের প্রতিসারক তল বলে । চিত্রে EDKH এবং DFGK প্রতিসারক তল ।

প্রধান ছেদ কাকে বলে : 

যে তল প্রিজমের প্রতিসারক তলকে লম্বভাবে ছেদ করে , তাকে প্রিজমের প্রধান ছেদ বলে । চিত্রে ABC প্রধান ছেদ ।

প্রিজমের প্রতিসারক কোণ কাকে বলে : 

দুটি প্রতিসারক তল মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে , তাকে প্রতিসারক কোণ বলে । ∠BAC প্রিজমের প্রতিসারক কোণ ।

প্রিজমের প্রান্তরেখা কাকে বলে : 

দুটি প্রতিসারক তল পরস্পর যে রেখায় মিলিত হয় , তাকে প্রান্তরেখা বলে । DK প্রিজমের প্রান্তরেখা ।

প্রিজমের ভূমি কাকে বলে : 

প্রিজমের প্রান্তরেখার বিপরীত তলকে প্রিজমের ভূমি বলে ।

error: Content is protected !!