Contents
শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর পার্থক্য
শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর পার্থক্যগুলি হলোㅡ
শুদ্ধ বর্ণালী :
1. এই বর্ণালীতে সাতটি বর্ণকে পৃথকভাবে দেখা যায় ।
2. প্রত্যেকটি বর্ণকে উজ্জ্বল এবং স্পষ্ট দেখায় ।
অশুদ্ধ বর্ণালী :
1. এই বর্ণালীতে সাতটি বর্ণ একে অপরের ওপর পড়ায় বর্ণগুলিকে পৃথকভাবে দেখা যায় না ।
2. প্রত্যেকটি বর্ণকে অস্পষ্ট দেখায় ।