ভৌত বিজ্ঞান

আকাশ নীল দেখায় কেন

আকাশ নীল দেখায় কেন

বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণার দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায় । সূর্যের আলোর সাতটি বর্ণের মধ্যে নীল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম । আমরা জানি , যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম , তার বিক্ষেপণ বেশি হয় । নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয় । ফলে বেশি পরিমাণে নীল বর্ণের আলো বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছোয় । তাই , ওপরের দিকে তাকালে আকাশকে আমরা নীল দেখি ।

error: Content is protected !!