বর্ণালীর মৌলিক বর্ণ ও পরিপূরক বর্ণ

বর্ণালীর মৌলিক বর্ণ ও পরিপূরক বর্ণ 

মৌলিক বর্ণ কাকে বলে

লাল , সবুজ এবং নীল — এই তিনটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে যে কোনো বর্ণ সৃষ্টি করা যায় । কিন্তু অন্য কোনো বর্ণ থেকে এই তিনটি বর্ণ সৃষ্টি করা যায় না । তাই বর্ণালীর এই তিনটি বর্ণকে প্রাথমিক বা মৌলিক বর্ণ বলে । 

পরিপূরক বর্ণ কাকে বলে 

যে দুটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মেশালে সাদা বর্ণ পাওয়া যায় , তাদের একটিকে অপরটির পরিপূরক বর্ণ বলে । যেমন – হলুদ এবং নীল পরস্পরের পরিপূরক বর্ণ

error: Content is protected !!