ভৌত বিজ্ঞান

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন

সূর্যের আলো বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা দ্বারা বিক্ষেপিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে । আমরা জানি , যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম হয় । সূর্যের আলোর সাতটি বর্ণের মধ্যে লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ; তাই লাল বর্ণের রশ্মিগুলির বিক্ষেপ কম । 

সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য দিগন্তরেখার কাছাকাছি থাকে । ফলে সূর্য থেকে আগত আলোকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অনেক বেশি পথ অতিক্রম করে আসতে হয় । এই দীর্ঘ পথ আসার সময় লাল বর্ণের আলো ছাড়া অন্যানা বর্ণের রশ্মিগুলির বিক্ষেপ বেশি হওয়ায় ওই বর্ণের আলোগুলি অন্য দিকে চলে যায় । কেবল লাল বর্ণের আলো বেশি পরিমাণে আমাদের চোখে এসে পৌঁছোয় । তাই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় ।

error: Content is protected !!