ভৌত বিজ্ঞান

চাঁদের আকাশ কালো দেখায় কেন

Contents

চাঁদের আকাশ কালো দেখায় কেন

চাঁদের আকাশ নীল নয় , কালো । চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই । তাই সূর্যের আলোর বিক্ষেপণ হয় না । অর্থাৎ , চাঁদের আকাশ থেকে কোনো বিক্ষিপ্ত আলো চাঁদের পৃষ্ঠে এসে পৌঁছোয় না । ফলে , চাঁদ থেকে চাঁদের আকাশকে কালো দেখায় ।  

সাদা কাপড়ে নীল দেওয়া হয় কেন

সাদা কাপড় কয়েকবার কাচার পর সামান্য হলদে দেখায় । যেহেতু হলুদ এবং নীল পরস্পরের পরিপুরক বর্ণ , তাই কাচার পর নীল জলে ডোবালে কাপড় ধবধবে সাদা হয় ।

বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন

বিপদ সংকেত বা ট্রাফিক সিগন্যালে লাল বর্ণের আলো ব্যবহৃত হয় । লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় বিক্ষেপণ কম , তাই সহজে দৃষ্টি আকর্ষণ করে ।

বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কী হত

বায়ুমণ্ডল না থাকলে সূর্যের আলোর বিক্ষেপণ হত না । সূর্যের আলো সরাসরি আমাদের চোখে পৌঁছোত । ওপরের দিকে তাকালে সূর্য দেখা যেত , কিন্তু বাকি আকাশকে কালো দেখাত । কারণ , সেখান থেকে কোনো বিক্ষিপ্ত আলো আমাদের চোখে এসে পৌঁছোত না ।

error: Content is protected !!