লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা
Contents
লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা
প্রধান অক্ষ কাকে বলে
উত্তল লেন্সের দুটি গোলীয় তলের বক্রতা কেন্দ্রের সংযোজী সরলরেখাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে ।

AC লেন্সের ADC তলের বক্রতা কেন্দ্র C1 এবং ABC তলের বক্রতা কেন্দ্র C2 -এর সংযোজী সরলরেখা C1C2 লেন্সটির প্রধান অক্ষ ।
আলোক কেন্দ্র কাকে বলে
কোনো আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয় , তবে লেন্সের মধ্য দিয়ে যাবার সময় ওই রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে , সেই বিন্দুকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলে ।

PQ আলোকরশ্মি লেন্সের একপৃষ্ঠে আপতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে QR পথে প্রতিসৃত হয় এবং প্রতিসরণের পর PQ এর সমান্তরাল RS পথে নির্গত হয় । QR প্রধান অক্ষকে O বিন্দুতে ছেদ করে । অতএব , O বিন্দুই হল লেন্সটির আলোককেন্দ্র ।
লেন্সের প্রধান ফোকাস কাকে বলে
উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ লেন্সের ওপর আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় । ওই বিন্দুকে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বলে ।

F বিন্দুটি হল উত্তল লেন্সের মুখ্য ফোকাস ।
ফোকাস দূরত্ব কাকে বলে

উত্তল লেন্সের আলোককেন্দ্র থেকে প্রধান ফোকাসের দূরত্বকে ওই লেন্সের ফোকাস দূরত্ব বলে ।
OF দূরত্ব হল ওই লেন্সের ফোকাস দূরত্ব । একে f চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ।