শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত

Contents

শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত 

শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 x 1010 সেমি/সেকেন্ড বা 3 x 108 মি/সে । 

শূন্য মাধ্যমে আলোর গতিবেগের বৈশিষ্ট্য 

শূন্য মাধ্যমে আলোর গতিবেগ একটি মৌলিক ধ্রুবক । বিশ্বের কোনো বস্তুর বেগই শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না । 

শূন্য মাধ্যম ও জড় মাধ্যমে আলোর গতিবেগের তুলনা 

শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে আলোর গতিবেগের চেয়ে বেশি । 

মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ও আলোর বেগের সম্পর্ক 

নির্দিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক হয় । 

কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক μ = শূন্য মাধ্যমে আলোর বেগ ➗ ওই মাধ্যমে আলোর বেগ

আলোর বর্ণের ওপর আলোর বেগের নির্ভরশীলতা 

বায়ু এবং শূন্য মাধ্যমে সব বর্ণের আলোর বেগ সমান হয় । কিন্তু অন্য যে কোনো মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হয় । শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে লাল বর্ণের আলোর বেগ সর্বাধিক এবং বেগুনি বর্ণের আলোর বেগ সর্বনিম্ন

কাচ ও জলে আলোর বেগের তুলনা

জলের পরম প্রতিসরাঙ্কের মান কাচের পরম প্রতিসরাঙ্কের মানের চেয়ে কম । তাই জলে আলোর বেগ কাচে আলোর বেগের চেয়ে বেশি । 

বহু বছর আগে হারিয়ে যাওয়া নক্ষত্র কে এখনো আকাশে দেখতে পাওয়া যায় কেন 

বহু বছর আগে লুপ্ত নক্ষত্রকে এখনো আকাশে দেখতে পাওয়ার কারণ মহাকাশে বহু নক্ষত্র আছে যারা পৃথিবী থেকে এতদূরে আছে যে , তাদের থেকে পৃথিবীতে আলো আসতে বহু সময় লাগে । পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেনটাউরি থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 4.4 বছর সময় লাগে । অর্থাৎ , ওই নক্ষত্র থেকে যে আলো আজ পৃথিবীতে এসে পৌঁছেছে তা ওখান থেকে 4.4 বছর আগে যাত্রা শুরু করেছে ।

তাই , এই নক্ষত্রটি যদি আজ হঠাৎ ধ্বংস হয়ে যায় , তবে ওই নক্ষত্র থেকে নির্গত আলো আরও 4.4 বছর ধরে পৃথিবীতে আসতে থাকবে । তাই বলা যায় , রাতের আকাশে আমরা এমন সব নক্ষত্র দেখি যারা বহু বছর আগে ধ্বংস হয়ে গেছে , কিন্তু তাদের থেকে নির্গত আলো পৃথিবীতে আসছে বলে আমরা আজও তাদের দেখি । 

কাচের মধ্যে লাল ও বেগুনি বর্ণের আলোর বেগের তুলনা 

আমরা জানি , কোনো মাধ্যমে আলোর বেগ = শূন্য মাধ্যমে আলোর বেগ ➗ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক  

যেহেতু লাল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বেগুনি বর্ণের আলোর জন্য ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম , অতএব কাচের মধ্যে লাল বর্ণের আলোর গতিবেগ বেগুনি বর্ণের আলোর গতিবেগের তুলনায় বেশি ।

error: Content is protected !!