ভৌত বিজ্ঞান

হীরক উজ্জ্বল দেখায় কেন

হীরক উজ্জ্বল দেখায় কেন 

আলোর পূর্ণ প্রতিফলনের জন্য হীরক উজ্জ্বল দেখায় । হীরকের প্রতিসরাঙ্ক খুব বেশি হওয়ায় বায়ু সাপেক্ষে হীরকের সংকট কোণ কম হয় । এই সংকট কোণের মান 24.5° । হীরকের তলগুলি এমনভাবে কাটা হয় যে , হীরকের ভিতর আলোকরশ্মি প্রবেশ করলে হীরকের বিভিন্ন তলে ওই রশ্মির বারবার পূর্ণ প্রতিফলন হয় । ওই প্রতিফলিত রশ্মি মাত্র দু-একটি তল দিয়ে বেরিয়ে আসে । তাই হীরককে খুব উজ্জ্বল দেখায় ।

error: Content is protected !!