ভৌত বিজ্ঞান

পদ্ম পাতায় জল পড়লে চকচক করে কেন

পদ্ম পাতায় জল পড়লে চকচক করে কেন 

পদ্মপাতার ওপর জলবিন্দুকে মুক্তোর মতো উজ্জ্বল দেখায় । এর কারণ হল আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন । পদ্মপাতার ওপর সূক্ষ্ম রোঁয়া থাকে । জলবিন্দু ওই রোঁয়াগুলির মধ্যে আটকে থাকে । ফলে জলবিন্দুর নীচে বাতাস থাকে । 

যেসব আলোকরশ্মি জলবিন্দুর মধ্য দিয়ে এসে জল ও বায়ুর সংকট কোণ অপেক্ষা বড়ো কোণে জলবিন্দুর তলে আপতিত হয় , সেই রশ্মিগুলির পূর্ণ প্রতিফলন হয় । ওই প্রতিফলিত রশ্মিগুলি চোখে এসে পড়লে জলবিন্দুকে চকচকে দেখায় । 

error: Content is protected !!