ভৌত বিজ্ঞান

সাধারণ প্রতিফলন এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পার্থক্য

সাধারণ প্রতিফলন এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পার্থক্য

সাধারণ প্রতিফলন এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মধ্যে পার্থক্যগুলি হলㅡ

সাধারণ প্রতিফলন :

1. যে কোনো মাধ্যম থেকে এসে অন্য যে কোনো মাধ্যমে আপতিত হলে আলোকরশ্মির সাধারণ প্রতিফলন হয় ।

2. যে কোনো আপতন কোণেই আলোর সাধারণ প্রতিফলন হয় । 

3. সাধারণ প্রতিফলনে আপতিত আলোর কিছু অংশ প্রতিসৃত হয় , কিছু অংশ প্রতিফলক দ্বারা শোষিত হয় এবং বাকি অংশটুকু প্রতিফলিত হয় । তাই সাধারণ প্রতিফলনে প্রতিবিম্ব কম উজ্জ্বল হয় । 

4. সাধারণ প্রতিফলনের জন্য প্রতিফলকের দরকার হয় ।

অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন :

1. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে এসে ঘন এবং লঘু মাধ্যমের বিভেদতলে আপতিত হতে হয় ।

2. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ঘন মাধ্যমে আপতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড়ো হতে হয় । 

3. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আপতিত আলোর কোনো অংশই শোষিত এবং প্রতিসৃত হয় না । সবটাই প্রতিফলিত হয় । ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে প্রতিবিম্ব বেশি উজ্জ্বল হয় । 

4. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে মাধ্যমদ্বয়ের বিভেদতল প্রতিফলকের কাজ করে ।

error: Content is protected !!