সংকট কোণ কাকে বলে
সংকট কোণ কাকে বলে
ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি প্রতিসৃত হওয়ার সময় ঘন মাধ্যমে যে আপতন কোণের জন্য লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ 90° হয় , অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে যায় , ঘন মাধ্যমে সেই আপতন কোণকে ওই মাধ্যম দ্বয়ের সংকট কোণ বা সন্ধি কোণ বলে ।

সংকট কোণের উদাহরণ : বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ 49° , কিন্তু বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ 42° ।
সংকট কোণের নির্ভরশীলতা
সংকট কোণের মান— 1. দুই মাধ্যমের প্রকৃতি এবং 2. আপতিত আলোর বর্ণের ওপর নির্ভর করে ।