জলে কাচের গুঁড়ো স্বচ্ছ দেখায় কেন
জলে কাচের গুঁড়ো স্বচ্ছ দেখায় কেন
কাচের মধ্য দিয়ে আলোকরশ্মি সহজে চলাচল করে । তাই কাচ স্বচ্ছ দেখায় । কিন্তু গুঁড়ো কাচের অমসৃণ তল থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় , তাই কাচগুঁড়ো অস্বচ্ছ দেখায় । কিন্তু ওই কাচগুঁড়োতে জল ঢাললে আবার স্বচ্ছ দেখায় । জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক , বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক অপেক্ষা অনেক কম । তাই আলো সহজে জল থেকে কাচে প্রবেশ করে প্রতিসৃত হয় । ফলে কাচগুঁড়োকে আবার স্বচ্ছ দেখায় ।
তৈলাক্ত কাগজকে সামান্য স্বচ্ছ দেখায় কেন
স্বাভাবিক অবস্থায় কাগজের তল অমসৃণ বলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় , কিন্তু তৈলাক্ত কাগজের ওপরে তেল থাকায় আলোর একটি অংশের প্রতিসরণ হয় । ফলে তৈলাক্ত কাগজকে সামান্য স্বচ্ছ দেখায় ।