ভৌত বিজ্ঞান

রাতের আকাশে নক্ষত্র ঝিকমিক করে কেন

রাতের আকাশে নক্ষত্র ঝিকমিক করে কেন 

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব অনবরত বদলায় । ঘনত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্কও পরিবর্তিত হয় । নক্ষত্রগুলি পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত এবং নক্ষত্র থেকে আগত রশ্মিগুচ্ছ পৃথিবীতে আসার আগে বায়ুমণ্ডলের বিভিন্ন ঘনত্বের স্তরের মধ্য দিয়ে আসে । কিন্তু ওই বায়ুমণ্ডলের স্তরগুলির ঘনত্ব ও প্রতিসরাঙ্ক প্রতি মুহূর্তে বদলানোর জন্য ওদের মধ্য দিয়ে আসার সময় আলোকরশ্মির গতিপথও প্রতি মুহূর্তে বদলায় । এই কারণে , আমাদের চোখে কখনও বেশি আলো এবং কখনও কম আলো এসে পৌঁছোয় । তাই মনে হয় , নক্ষত্রগুলির ঔজ্জ্বল্য বাড়ছে কমছে , অর্থাৎ ওরা ঝিকমিক করছে । 

গ্রহগুলি নক্ষত্রদের তুলনায় পৃথিবীর অনেক কাছে থাকায় গ্রহগুলি থেকে আগত আলো বেশি হয় । বায়ুমণ্ডলে প্রতিসরণের জন্য আগত আলোকরশ্মির ঔজ্জ্বল্যের যে সামান্য হ্রাস বৃদ্ধি হয় তা সহজে বোঝা যায় না । তাই গ্রহগুলির আলো স্থির বলে মনে হয় । 

error: Content is protected !!