সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে ওপর নীচে খানিকটা চাপা দেখায় কেন
সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে ওপর নীচে খানিকটা চাপা দেখায় কেন
বায়ুমণ্ডলে আলোকের প্রতিসরণের জন্য সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে ওপর নীচে খানিকটা চাপা দেখায় । এই সময় সূর্যের নীচের প্রান্ত ওপরের প্রান্তের চেয়ে দিগন্তের বেশি কাছে থাকে । এর ফলে সূর্যের নীচের প্রান্ত থেকে আগত রশ্মি বায়ুমণ্ডলে প্রতিসরণের ফলে বেশি বেঁকে যায় এবং ওপরের প্রান্ত থেকে আগত রশ্মি প্রতিসরণের ফলে অপেক্ষাকৃত কম বেঁকে যায় । এই কারণে সূর্যের উল্লম্ব ব্যাস , অনুভূমিক ব্যাসের চেয়ে কম বলে মনে হয় । তাই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে ওপর নীচে খানিকটা চাপা দেখায় ।