সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায় কেন

সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায় কেন

বায়ুমণ্ডলে আলোকের প্রতিসরণের জন্য সূর্যের আপাত অবস্থান বায়ুমণ্ডলে আলোকের প্রতিসরণের জন্য সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায় । স্বাভাবিক অবস্থায় ভূপৃষ্ঠে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি । যত ওপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমে । 

সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য দিগন্তরেখার নীচে থাকলেও সূর্য থেকে আগত আলোকরশ্মিগুলি বায়ুর বিভিন্ন স্তরের ঘনতর অংশ থেকে লঘুতর অংশে প্রতিসৃত হয় । ফলে প্রতি স্তরে প্রতিসৃত রশ্মিগুলি অভিলম্বের দিকে বেঁকে যায় এবং একটি বাঁকা পথে ভূপৃষ্ঠে দর্শকের চোখে পৌঁছোয় । দর্শকের চোখ বাঁকা পথ অনুসরণ করতে পারে না । তাই সে রশ্মিগুলিকে সোজা দেখে । ফলে সূর্যের আপাত অবস্থান ওর প্রকৃত অবস্থানের কিছুটা ওপরে হয় । তাই সূর্যোদয়ের কিছুটা আগে এবং সূর্যাস্তের কিছু পরে সূর্য দিগন্তরেখার নীচে থাকলেও সূর্যকে আমরা দেখতে পাই ।

error: Content is protected !!