ভৌত বিজ্ঞান

প্রতিসরাঙ্ক কাকে বলে

Contents

প্রতিসরাঙ্ক কাকে বলে 

একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয় । 

প্রতিসরাঙ্ক এর প্রকারভেদ

প্রতিসরাঙ্ক দুপ্রকার— ( i ) পরম প্রতিসরাঙ্ক ও ( ii ) আপেক্ষিক প্রতিসরাঙ্ক । 

পরম প্রতিসরাঙ্ক :

শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে । 

আপেক্ষিক প্রতিসরাঙ্ক :

কোন মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে ।

প্রতিসরাঙ্ক এর নির্ভরশীলতা 

প্রতিসরাঙ্কের মান সংশ্লিষ্ট মাধ্যম দুটির প্রকৃতি এবং আপতিত আলোর বর্ণের ওপর নির্ভর করে । 

বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝো

বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় যে , হলুদ বর্ণের আলোকরশ্মি বায়ু থেকে কাচে প্রবেশ করে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হয় ।

error: Content is protected !!