ভৌত বিজ্ঞান

স্নেলের সূত্র

স্নেলের সূত্র

দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় ।

স্নেলের সূত্রের গাণিতিক রূপ

এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলোর প্রতিসরণ হলে যদি আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে i এবং r হয় , 

তবে sin i/sin r = ধ্রুবক = μ 

বা , sin i = μ sin r – এটিই স্নেলের সূত্রের গাণিতিক রূপ । 

μ ( মিউ ) কে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে । 

error: Content is protected !!