ভৌত বিজ্ঞান

আলোর প্রতিসরণ কাকে বলে

Contents

আলোর প্রতিসরণ কাকে বলে 

আলোকরশ্মি কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় ওর গতিবেগের পরিবর্তন হয় । দ্বিতীয় মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মির এরূপ গতিবেগের পরিবর্তনের ঘটনাকে আলোকের প্রতিসরণ বলা হয় । 

220px
আলোর প্রতিসরণ

আলোর প্রতিসরণের ব্যাখ্যা 

মনে করি , AO রশ্মি বায়ু থেকে এসে তির্যকভাবে O বিন্দুতে জলের ওপর আপতিত হল । জলের মধ্যে প্রবেশ করে ওই রশ্মি দিক পরিবর্তন করে OB পথে যায় । দুই মাধ্যমের বিভেদতল PQ এর বিন্দুতে NON’ অভিলম্ব টানা হল । 

AO আপতিত রশ্মি । 

OB প্রতিসৃত রশ্মি । 

আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে , তাকে আপতন কোণ বলে চিত্রে ∠AON আপতন কোণ ( i ) । 

প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে , তাকে প্রতিসরণ কোণ বলে । চিত্রে ∠BON’ প্রতিসরণ কোণ ( r ) ।

লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ

Refraction of Light From Reaer to denser Medium
লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ

উদাহরণ :  বায়ু থেকে কাচে ।

• আপতিত রশ্মি AO 

• প্রতিসৃত রশ্মি OB 

• আপতন বিন্দু O 

• আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব NON’ 

• আপতন কোণ = ∠AON = i 

• প্রতিসরণ কোণ = ∠BON’ = r 

∴ এখানে i > r

লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে ওই রশ্মি কোনো দিক পরিবর্তন না করে সরাসরি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে ।

ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ

Refraction of Light From Reaer to denser Medium1
ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ

উদাহরণ :  কাচ থেকে বায়ুতে ।

• আপতিত রশ্মি AO 

• প্রতিসৃত রশ্মি OB 

• আপতন বিন্দু O 

• আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব NON’ 

• আপতন কোণ = ∠AON ‘ = i 

• প্রতিসরণ কোণ = ∠BON = r 

∴ এখানে r > i

ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে ওই রশ্মি কোনো দিক পরিবর্তন না করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে ।

আলোর লঘুতর মাধ্যম ও ঘনতর মাধ্যম 

কোনো মাধ্যমে আলোর বেগ অপর কোনো মাধ্যমের চেয়ে বেশি হলে , প্রথম মাধ্যমকে দ্বিতীয় মাধ্যমের তুলনায় লঘুতর মাধ্যম বলে । অর্থাৎ দ্বিতীয় মাধ্যমকে প্রথম মাধ্যমের তুলনায় ঘনতর মাধ্যম বলে । মাধ্যম যত ঘন হয় আলোর বেগ তত কম হয় ।

আলোর ঘনত্ব কম , প্রাকৃতিক ঘনত্ব বেশি এরূপ মাধ্যমের উদাহরণ 

আলোর ঘনত্বের সঙ্গে মাধ্যমের প্রাকৃতিক ঘনত্বের কোনো সম্পর্ক নেই । যেমন — তার্পিন তেলের তুলনায় জলের প্রাকৃতিক ঘনত্ব বেশি , কিন্তু তার্পিন তেলের তুলনায় জলের আলোকীয় ঘনত্ব কম ।

error: Content is protected !!