শিশু কি অসুস্থ মায়ের দুধ খাবে
শিশু কি অসুস্থ মায়ের দুধ খাবে
যে মা অসুস্থ সেই মায়ের দুধ কি শিশুকে খাওয়ানো উচিত ?
নবজাত এবং দুগ্ধপোষ্য কোনো শিশুর মায়ের শরীর খারাপ হলে , কি জ্বর হলে বাড়ির অন্যান্য বয়স্কেরা এ রকম একটা চিন্তা প্রায়ই করে থাকেন , লক্ষ্য করা যায় ।
আশঙ্কা , মাতৃদুগ্ধ খেলে মায়ের অসুখ সংক্রামিত হতে পারে শিশুটির মধ্যে , শিশুটি সেক্ষেত্রে অসুস্থ হয়ে পড়তে পারে ।
এ কথা ঠিক যে , মায়ের দুধের কোনো বিকল্প নেই । মাতৃদুগ্ধ থেকে শিশুরা যা পেতে পারে , অন্য কোনো দুধ থেকেই তা নয় । সেই জন্যে মা অসুস্থ হলে মাতৃদুগ্ধ বন্ধ করা উচিত কি উচিত নয় , কথাটা একবার ভাল করে ভেবে দেখা দরকার ।
দুগ্ধপোষ্য শিশুদের অসুস্থ মায়ের দুধ খাওয়ানো নিরাপদ কিনা প্রশ্ন করলে অভিজ্ঞ চিকিৎসকেরা বলেন , বহু পরিমাণে নিরাপদ । তবে মায়ের কোনো কোনো অসুখে মাতৃদুগ্ধ খাওয়ানো সঙ্গত নয় বাচ্চার পক্ষে । তা বাচ্চার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ।
ভাইরাল হেপাটাইটিসে যে মা ভুগছেন , তাঁর বুকের দুধ বাচ্চাকে খাওয়ানো উচিত হবে না । কেন নয় ? কারণ দুধের মাধ্যমে রোগটির বিস্তার ঘটতে পারে । এছাড়া আরও কয়েকটি ক্ষেত্র আছে । দৃষ্টান্ত স্বরূপ , ক্যানসার রোগে আক্রান্ত এমন মায়ের কথা বলা যায় । তাঁর জন্যে যে ওষুধগুলি প্রয়োগ করা হয় , সেগুলি বাচ্চার পক্ষে নিরাপদ তো নয়ই , বরং ক্ষতিকারক । তাছাড়া মা যখন থাইরয়েডের চিকিৎসাধীনে আছেন , তখনও বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো ঠিক নয় । কয়েকটি ক্ষেত্র বাদ দিলে , সাধারণ অসুখ বিসুখের সময় মাতৃদগ্ধ না খাওয়ানোর কোনো কারণ নেই ।
চিকিৎসকেরা অবশ্য এরকম একটা ঢালাও অনুমতি দেওয়ার ব্যাপারে একটু সংযত হতে চাইছেন । এ প্রসঙ্গে তাঁরা আরও দু-একটা কথা বলার প্রয়োজন অনুভব করছেন ।
টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগে আক্রান্ত মায়ের বেলায় কি করা হবে ? যক্ষ্মা রোগাক্রান্ত এমন মায়ের সন্তানকে কি সত্যিই মাতৃদুগ্ধে খাওয়ানো উচিত ?
সবাই জানি , যক্ষ্মা রোগ বিস্তারে ঘনিষ্ঠ সান্নিধ্য বা সংযোগের একটা বিশেষ ভূমিকা আছে । ফলে সান্নিধ্যটা কখনোই ঘনিষ্ঠ হওয়া বাঞ্ছনীয় নয় । তাহলে মাতৃদুগ্ধ পান থেকে বাচ্চাকে বিরত করলেই যে বাচ্চার রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না , এমন কথা কিছুতেই বলা যায় না । মাতৃদুগ্ধ বন্ধ করব কি করব না এই চিন্তার চেয়ে অনেক জরুরী মায়ের যথোচিত চিকিৎসা এবং সে চিকিৎসার সাহায্যে মাকে যত শীঘ্র সুস্থ করে দুগ্ধদানের উপযোগী করে তোলা ।
আরও একটা বিষয় আছে । অনেক সময়ে দেখা যায় অপুষ্টিজনিত রোগে মা নিজেই ভুগছেন । সেখানে শিশুকে যদি মায়ের দুধ খাওয়ানো হয় তো মা নিজেই আরও অসুস্থ হয়ে পড়বেন ।
কাজেই মায়ের দুধ কোথাও কোথাও যে আবার দেওয়া চলবে না তাও ঠিক । কিন্তু না দেওয়ার শর্তগুলি সংখ্যায় এত কম যে , তাতে মায়ের দুধ খাওয়ানোর উপযোগিতাকে সঙ্কীর্ণ করে দেখানো যায় না ।